সহিহ বুখারী : ৫৫ আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণি..
5 میں ·ترجمہ کریں۔

সহিহ বুখারী : ৫৫



আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মানুষ স্বীয় পরিবার-পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদাকাহ হয়ে যায়।
(৪০০৬, ৫৩৫১) (আধুনিক প্রকাশনীঃ ৫৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৫৩)